আমি ভেবেছিলাম তুমি আসবে!
শত দূরত্ব দূরে ঠেলে-
নিকষ কালো আঁধারের বুক চিঁড়ে
কোনো আলোর প্রদীপ হাতে করে,
সমাজের সব মিছে কলরব মুছে ফেলে-
আমার হাতে হাত রেখে বহু দূরের পথ চলবে
ভেবেছিলাম তুমি আসবে।
অপেক্ষার প্রহর ক্লান্ততায় জড়িয়ে
সন্ধ্যের সূর্য যবে দিগন্তে মিশে,
আমি তখনো একাকী দাঁড়িয়ে-
ভেবেছিলাম তুমি আসবে।
আজও আমার অজস্র ভাবনা সব
কারারুদ্ধ হয়ে আঁধারে নীরবে কাঁদে-
তোমায় নিয়ে মিথ্যে স্বপ্ন দেখার দায়ে ।