ভালোবেসো না আমায় !
আমি কোনো রক্তিম সূর্য নই-
যে তোমায় আলো বিলাবে,
আমি নিজেই অমাবস্যার চাঁদ হয়ে আছি,
কি করে পথ দেখাবো তোমায় ?
তাই বলছি ভালোবেসো না আমায় ।
আমি কোনো ভোরের দোয়েল নই
যে সুপ্ত ভোরে তোমার ঘুম ভাঙ্গাবে,
আমি নিজেই নিদ্রায় আচ্ছাদিত,
সকাল দেখিনা বহুকাল ধরে।
আমি কারো মুখে হাসি ফোটাবার যোগ্য নই,
যাকে ঘিরে আছে বিষাদের ছায়া-
সে কি করে অন্যকে হাসাবে বলো ?
আমিতো অনেক আগেই পুড়ে ছাই হয়েছি
তাই এসো না আমাতে,তুমিও ঝড়ে যাবে,
রঙিন স্বপ্ন সব সাদা-কালো হয়ে
বৃষ্টি নামাবে তোমার পৃথিবী ঘিরে,
তাই বলছি ভালোবেসো না আমায় ।