-তুই যাবি আমার সাথে?
-কোথায়?
-জানা নেই।
শুধু এটুকো জানি পালিয়ে যাবো,
এখান থেকে অনেক দূরে।
যেখানে সূর্য জাগে উল্লাসে মেতে,
যেখানে কচু-পাতায় শিশির ফোটা ঝরে,
যেখানে প্রশান্তির ঘ্রাণ বাতাসে বাতাসে,
যেখানে প্রতিটি সকাল নতুন কোনো জীবন দান করে
আর মায়া খুঁজে পাওয়া যায় রাত্রির আঁধারে;
আমি সেখানে চলে যাবো।
যেখানে কোনো অভিশাপ নেই,
যেখানে মানুষ অশ্রু মুছে হাসতে জানে-
বন্ধু ভেবে কাছে টানে,
যেখানে সুখি মানুষের দেখা মেলে।
ঠিক যেন স্বপ্ন শহর!
-কোথায় পাবে ওমন স্বপ্ন শহর?
-জানা নেই।
আমিতো তারি খোঁজে,
আমার স্বপ্ন শহরের খোঁজে!
পিছু ফিরে তাকাবো না আর
যত দূর চোখ যায়-
শুধুই তুই আর আমি একাকী ভুবনে।
যাবি?