সঞ্চিতা তুমি এখনো কি কেঁদে কেঁদে
অশ্রু ঝরাও পরিপূর্ণ জোছনাতে ?
নাকি এগুলো যতসব আমার
মিথ্যে ভাবনা তোমাকে ঘিরে ?
মনে আছে কি তোমার?
এক দিন কথা না হলে
অভিমানী সেই রাতের কথা,
অজস্র কান্নায় পরিশুদ্ধ তোমার অশ্রু ফোটা।
হয়তো ভুলে গেছো সব রঙিন সে ভুবনে!
সত্যি বলছি, আজও আগের মত করে
ভালোবেসে যাচ্ছি তোমায়-
ফেলে যাওয়া স্মৃতিগুলোকে আকড়ে ধরে।
শুধুই পার্থক্য এটুকই কাছে নেই তুমি বহু দূরে
এই আমার পৃথিবী ছেড়ে অনেক অনেক দূরে ।