আমি এক জীবন্ত সমাজ চাই
যেখানে শান্তির বীজ বুনা হয়,
যেখানে সূর্যটা পরিপূর্ণ হয়ে সকাল দেখায়,
যেখানে ক্ষোভের সকল অভিশাপ মুছে যায়
বরষার এক পশলা বৃষ্টিতে,
রাতের জোছনা যেখানে হাসি ফুটায়
অশ্রু ভরা চোখ মুছে,
যেখানে ক্লান্ত পথিকের পথচলা শেষ হয়
খোঁজে পায় নতুন কোন ঠিকানা,
যেখানে স্রোতধারা বয়ে চলে অবিরাম-
আর সাদা বক উরে যায় আকাশের নীলে,
যেখানে প্রতিটি সকাল উল্লাসে মেতে উঠে-
আর নিঃস্বার্থ হয়ে চাঁদটা মায়া বিলায়,
আমি আজও অপেক্ষায়।