আমরা এক পা দু পা করে হাঁটতে শিখি...আর জীবনের প্রতিটি ধাপ পেরিয়ে আস্তে আস্তে করে বড় হয়ে উঠি...পিছনে ফিরে তাকালে মনে হয় খুব আল্প সময়েই এই বহু দূরের পথ পাড়ি দিয়ে ফেলেছি...কিন্তু এই অল্প সময়ের মধ্যেই লিখা হয়ে যায় শত শত কাব্য - রচনা আমাদের সৃতির খাতায়...লিখতে লিখতে একদিন এই খাতা শেষ হয়ে যায় আর পড়ে থাকে অযত্নে কোন এক কোনে...কখনো কখনো কাব্যটির সমাপ্তি হয় আবার কখনো অসমাপ্তই থেকে যায়...নতুন করে শুরু হয় কোন এক নতুন গল্প...।।