ক্ষমা করো আমায়-
যদি ফেরা না হয়!
হয়তো দেশ ভ্রমণ হবে না আর,
দেখিয়েছি যতসব মিথ্যে স্বপন,
তাই,ক্ষমা করো আমায়।
নিশ্চিত পরাজয়ের মুখে-
সামনে এগুতেই হবে,
আমিতো কোনো কাপুরুষ নই!
এ দেশ আমার যদি পরাজিত হয়-
তবে এ মাটিতেই হবে শেষ নিশ্বাস!
তুমি ক্ষমা করো আমায়!
আমি পারিনি একটি জীবন দিতে-
তোমার কোলের ছোট্ট শিশুটিকে,
তাই,ক্ষমা করো আমায়।
আজ কোনো পিতা নই,
যেন এক পরাজিত সৈনিক।