এপার ঝড় ওপার মেঘ।
মাঝি তাই হায় মরে চিন্তায়;
কি করে চলিবে পরিবার?
বন্ধ হইয়াছে যে খেয়া পারাপার;
আসিয়াছে বর্ষা দিয়া হুংকার।
কি হবে মাঝির এবার!
পুঁজি যাহি ছিলো হইয়াছে নিঃশেষ;
জমিদার মশাই দিবে কি ধার?
মাঝি তাই হায় মরে চিন্তায়,
কি হবে এবার তার।
ছোট্ট শিশুটি অসুখে পরে,
ডাক্তার বাপু তাই টাকা খুঁজে যায়-
বিনে কড়িতে কোনো ওষুধ নাহি পায়।
মাঝি তাই হায় মরে চিন্ততায়।
এভাবেই কেটে যায় প্রতিটি বর্ষা-
কেঁদে যায় মাঝি জড়িয়ে দারিদ্র্যতায়।