রাত কভু ভোর হয় না এখানে
আমার বাংলা চির আঁধারে জড়িয়ে।
অবিচার যত হয়ে আছে ক্ষত
রহিম আলীর বুক জুড়ে।
ছেলে হারা মায়ের অশ্রু দেখনিতো কেউ
কেঁদে গেছে শুধু একাকী নীরবে।
আপন পরিচয় খুঁজে খুঁজে
পথহারা শিশু পথেই রয়ে যায় অবশেষে,
দাড়ে দাড়ে ঘুরেফেরে অনাহারে কেঁদে মরে।
আমার বাংলা চির আঁধারে জড়িয়ে!
কোথায়? কখনো দেখিনি কিছু,
সবাইতো ছুটছি আপনার পিছু।
ছদ্মবেশে বলে যাই ভালোবাসি বেশ
আমার জনগণ আমার বাংলাদেশ।
তাই ধিক্কার জানাই আজ তাদের প্রতি
অন্ধ হয়ে জীবিত যে জাতী।