মাঝে মাঝে মনে হয়
আমাকে রাখবে কিনা মনে
নাকি ছুড়ে ফেলে দিবে দূরে
সে কথা জানে আমার বিধাতা!!

মনে মনে বলি
তুমি আর আমি মিলে
কোনো এক বসন্তের রাতে
হারিয়ে যাবো দুজন অচেনা কোনো শহরের বুকে!!

মনে পড়ে যায় চিঠিপত্রে প্রান
হাসিয়া কাঁদে মন সারাক্ষণ
সে সমুদ্রের জনম ঘর আমার
আমি কেনো তবু মানুষ খুঁজি!!

পৃথিবীতে অচেনা রয়ে গেছে মানুষ
আজকাল সময়ের সাথে মানুষের মুখের মিল
কেনো যে মানুষ ভিতর টা দেখা যায় না
তাই খুব চেনা মানুষ গুলো আমার অচেনা!!