চোখে টলমল অশ্রু
সুখ বুঝি আমার শত্রু,
এমন জীবন দিয়েছে খোদা
ভাঙা গড়া রূপচাঁদা।-

কোনো একদিন ফুরাবে
আমার সকল আশা,
সেদিন মৃত্যু ছাড়া
আর থাকিবে না কোনো ভরসা।-

সুখ একদিন আমায় ঘিরে রাখবে
চির নিদ্রায় থাকিবো সে দিন'ই
পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবো
ঈশ্বের কাছে শুধু থাকিবো ঋণী।-

পরকাল আমার চিরস্থায়ী ঠিকানা
দুনিয়াতে পেয়েছি অনেক লাঞ্ছনা।-