ঘন মেঘে আঁধার
রোজ ভাঙ্গে মেঘের আকার!
ভীষণ ঝড় তুফান
আজ কে মাসের প্রথম ফাগুন। -

দু'টি চোখের পাতায় মহাসমুদ্র উত্তাল
হাসির বাঁকে আঁধার সমতল!
হৃদ সাগরে ঢেউয়ের উল্লাস
বিষাদ প্রতিচ্ছবির পূর্বাভাস।-

মিথালি হাওয়ার আনন্দের গান
ভাসিয়া স্রোতে নিজ প্রাণ!
পথ মাঝে উঠিয়েছি জাগিয়া
ফিরে আসার আশায় প্রদীপ ধরিয়া।-

অতি দূর হতে অন্তরে দোলে
কাছে এসে ধরা দেয় নিঃশ্বাসের তালে!
বহুদূরে বাজে পুকিত ঘণ্টা
ফেলেছি রঙিন ছায়ায় জীবনটা।-

নদী পথে এঁকেবেঁকে
অশ্রুজল ছুটলো সমুদ্রের বুকে!
জনশূন্য মেঘ ও জলে
চলিবার তরে একলা চলে।-