চোরে চুরি করলো সবে, যাই বল তবে,
প্রাণটা রেখে গেছে, থলেটা নিয়ে গেল সাথে।
থলের তো দাম আছে, জীবনের আছে কী?
দর্শক হয়ে এখন নিরবেই সব দেখি।


যাই বলো বাপু, প্রাণ আছে ইহাই বেশি,
প্রাণের দাম কত? হবে হয়তো লাখ খানি!
তাইতো জমির লোভে গলা কাটে ভ্রাতৃত্বের চুরি।


ডাকাত এসেছে মৃত্যু নিয়ে, শবের পাহাড়ের ক্রন্দন,
পৃথিবীটা নিয়ে যাবে, মায়ের বুকফাটা রোদন।
রোবটের রাতগুলো কেটে যায় নির্লিপ্ত জমিনে।
মৃত্যু আছে দাড়িয়ে প্রাণ নিবে মমতার আলিঙ্গনে।
ঐ দেখ কালো কোট পড়া হয়নার দল দাড়িয়ে,
মুক্তমঞ্চে হুংকার ছাড়ে বাকস্বাধীনতার বিরুদ্ধে।
জীবনের মূল্য দেখা যায় খবরের পাতায় পাতায়,
গলিত লাশের গন্ধ আসে টেলিভিশন মিডিয়ায়।


জীবনের মূল্য যদি দেখতে চাও চলো রেল প্রাঙ্গনে,
দেহ তার কঙ্কালসার জীর্ণ শরীর, ছিন্ন বস্ত্র পড়নে।
কমিটি আর কমিটির চক্করে, দূর্ভাগার পেটে লাথি,
গরিব পেটে পাথর বাঁধে, মেনে নেয় তার নিয়তি।


সুখ সুখ করে ঘুরে মরো, সুখের বালাই নাই,
সুখের তরে জীবন যাবে, বুঝিবে জীবনের মূল্য নাই।