পাগলীর অনেক গল্প বলেছি,
অনেক গল্প বাকি,,
পাগলী আমার মুনিয়া পাখি,
পাগলীকে আমি চিনিনা বিধায়
অনেক দূরে থাকি।।
দূর থেকে তাই ভেবে ভেবেই
স্বপ্ন করছি প্রয়াস,
এক তরফা পাগলী প্রেমের
অনবদ্য এক আভাস।
ভুলতে চাইলে ভোলা যায়না
দূরের রাখা যায় না
পাগলী আর পাগল এক নৌকায়,
জানেনা তাদের নদী সীমানা...
ভুল তো অনেক হয়েছে,
স্বপ্নকেই তো মেনে নিয়েছি,
অচেনা এক পথে নিজের মধ্যে
এক পাগলীকেই খুজে পেয়েছি।
পাগলী এখন স্বপ্ন আমার,
পাগলী এখন ছন্দ
পাগলী আমার মুনিয়া পাখি
বকুল ফুলের গন্ধ।
পাগলের সাথে পাগলির সৃতি
কি জানি সব এলোমেলো,
জানিনা কেন সে স্বপ্ন পাখি হয়ে
আমার সামনে এলো।
কোথা থেকে আজ এল
মনপ্রেয়সী, স্বপ্নবিভোরী প্রাণ,
শুধু একটি বার দেখার জন্য
মন করে আনচান।।
পাগলী তুমি যদি মনের কথা বুঝতে
তাহলে কবির মতোই পাগল হয়ে যেতে,
রোজ রাতে সকালের সূর্যকেই পেতে
তাই পাগলীর জন্য,পাগল অপেক্ষায় মেতে,
পাগলি তো বুঝেনা পাগলের মনের ভাষা
তাই তো পাগলীর জন্য স্বপ্ন পথে আসা।
তবু আমার পাগলী আমার কি!
তবু আমার পাগলী মনের স্বপ্ন ছবি,
সারাটিক্ষন আমি শুধু খুঁজি তাকে
আমার পাগলী যে আমার কবিতায় থাকে।