রোজার শেষে চাঁদের হাঁসি জানিয়ে দিলো যে;
ঈদ এলো বছর ঘুরে, ঈদ এলো রে।।
জোয়ান-বুড়ো সবাই খুশি
খুশি গোমড়া মুখী,
ঈদ উত্সবে মহা খুশি
ছোট্ট খোকা-খুকী।
ঈদী পাবে, সেমাই খাবে
কততো মজা হবে,
নতুন নতুন জামা পরে
ঘুরতে সবাই যাবে।
হই, ঈদ এলো, ঈদ এলো, ঈদ এলো রে।
রোজার শেষে চাঁদের হাঁসি জানিয়ে দিলো যে।
ঈদ এলো বছর ঘুরে, ঈদ এলো রে।।


মিষ্টি খাবে, দদি খাবে,
করবে কোলাকুলি,
ধনী-গরীব মিলে মিশে
ধরবে গলাগলি।
ঈদ আনন্দে লাগবে দোলা
সবার প্রাণে-প্রাণে,
হরেক রকম রান্না হবে
সবার ঘরে ঘরে।
হই, ঈদ এলো, ঈদ এলো, ঈদ এলো রে।
রোজার শেষে চাঁদের হাঁসি জানিয়ে দিলো যে;
ঈদ এলো বছর ঘুরে, ঈদ এলো রে।।


২৭/০৭/২০১৪ ইং