আমি ভালোবাসি তোমাকে,
আর তুমি ভালোবাসো কবিতা।
আমি চাই তোমার কানের এক্কেবারে কাছে গিয়ে
ভালোবাসার একখানা তাজা স্লোগান দিতে!
আর তুমি চাও সারাক্ষণ ভালোবাসার কাব্য শুনতে।


তোমার ভাল লাগে
নতুন কোন কাব্যের উথাল পাথাল ছন্দ।
আর আমার ভাল লাগে
তোমার ভেজা চুলের মিষ্টি ওই গন্ধ্য।
তুমি ভালোবাসো
অবসরে কবিতার বই পড়তে,
আর আমি ভালোবাসি
সারাক্ষন শুধু তোমায় দেখতে!


তোমার ভাল লাগে
নতুন কোন কাব্য মালা,
আর আমার ভাল লাগে
তোমার পিঠের উপর গড়িয়ে পড়া লম্বা চুলের খেলা!
বিকেলে তোমার ভাল লাগে
কবিতার একখানি বই নিয়ে বসে পড়তে,
আর আমার ভাল লাগে
তোমার শাড়ির আঁচল খানির
সবুজ ঘাসের উপর দিয়ে গড়িয়ে যাওয়া দেখতে!


কাব্যিক রসিকতায় যখন
হাসি ফুটে ওঠে তোমার ওই ওষ্ঠদ্বয়ে,
আমার ইচ্ছে করে তখন
আলতো করে অনামিকা বুলিয়ে দিতে!
ক্লান্ত তুমি যখন ঘুমিয়ে পড়
কবিতার বইখানি বুকে নিয়ে,
শান্ত আমি চোখ মেলে রই
অপলক দৃষ্টিতে – তোমার দিকে চেয়ে।
ভালোবাসা নয়, কবিতাই যেন
আজ তোমার কাছে বেশি প্রিয়।
প্রিয়তমা তুমি জেনে নিও
কবিতা আমিও ভালোবাসি;
তোমার চেয়ে বেশি কভু নয়।