(১) ভরা কলসী ভরা


ভরা কলসী ভরা
তার মানে কি?
কেউ আমাকে ভালবেসেছিল।
আজ আর সেই ভালবাসা নেই, আজ ভরা কলসী খালী।
আবার কবে ভরা কলসী ভরা হবে?


আবার যেদিন ভরা  কলসী ভরা হবে সেদিন বলব, এতদিনে ভরা কলসী সত্যি সত্যিই  ভরল।


(২) ফাঁসীর আসামী ( প্রতিবাদী কবিতা, বিদ্রোহী কবিতা)  


ফাঁসীর আসামীর শেষ অবস্থা কি হয়?
আমাকে এক গ্লাস পানি দাও।
আমাকে কি কেউ এক গ্লাস পানি দিয়েছিল?
না।
তাহলে?
আমার অবস্থা ফাঁসীর আসামীর চেয়েও খারাপ।


এমন অবস্থা যেন কারো  না হয়।