(১) ভালবাসার কবিতা


আমার জন্ম তোমার জন্য, তোমার জন্ম আমার জন্য।।
অথচ আমাদের কেউ ভালবাসেনা।
আমাদের যদি কেউ ভালবাসত সে কত কিই না পেত।


এমন একজনের জন্ম হোক যে আমাদের ভালবাসে
তাকে হিমছড়ি দ্বীপ ঘুরাতে নিয়ে যাব।
সে যদি রাতের আঁধার চায় রাতের আঁধার দেব তবু তাকে চাই।


তুমি আমাকে ভালবাসনা এটা কি হয়?
তুমি আমাকে ভালবেসেছিলে হাজার বছর। তাইতো তোমাকে আমি নীলগিরি পাহাড় উপহার দিয়েছিলাম।
আজ আবার ভালবাসলে আজ আবার নীলগিরি পাহাড় উপহার দিলাম।
এমন একটি দিন যেন আসে যেদিন তুমি আমাকে সারাক্ষণ ভালবাস।সেদিন আমি নীলগিরি পাহাড় ঠিক তোমার হাতে তুলে দেব।


(২) পাখি


কি দেখলে আমার কিছু ভাল লাগেনা? পাখি।
সে পাখি উড়াল দিয়ে কোথায় যায়?
নীলগিরি পাহাড়।
আমি যদি একদিন নীলগিরি পাহাড় যেতে পারতাম।
নিলগিরি পাহাড় যেতে পারলে বলতাম, আমার আর কোন কিছু দরকার নেই।


(৩) পিতৃস্নেহ ( জীবনমুখী কবিতা)


আমার বাবা যেদিন মরে গিয়েছিল সেদিন আমি অনেক কেৃদেছিলাম।
কেঁদে কেঁদে বলেছিলাম, বাবা তুমি মরে গেলে!
বাবা বললেন,
"আমিতো মরিনি!আমি বেঁচে আছি!আমি এমনি করে চিরদিন বেঁচে থাকব!


বাবা ঠিকই মরেননি!বাবা আজও বেঁচে আছেন!বেঁচে বেঁচে আমাদের আদর করছেন!আদর করছেন আর বলছেন, আমি কি মরতে পারি!