আমি ভেবেছিলাম তুমি আসবে। তুমি আসলেনা।
এখন মনে হচ্ছে আমার ভাবনাটা ভুল ছিল।
তুমি কেন আসলেনা?  ও বুঝেছি তোমার অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল।তোমার সে কাজের নিকুচি করি।


কাল তুমি শাপলার হাটে যাবে?  সেখানে গিয়ে কি করবে? ফুল কিনবে। ফুল কেনার সময় একবার আমার কথা ভেবো তাহলেই আমার ভাবনাটা সার্থক হবে।


তুমি তো বলেছো কাল আমাকে নতুন নামে ডাকবে।নতুন নামে ডাকলেনা কেন?
এখন মনে হচ্ছে আমার সব ভুল। তুমি আমার সাথে এমন কিছু কোরোনা যাতে আমার কিছু ভুল মনে হয়।


তুমি আর যাই কর পদ্ম ফুল দেখলে হেসোনা।কারন পদ্ম ফুল আমি ভালবাসি। পদ্ম ফুল দেখলে হাসলে মনে হবে তুমি আমাকে ভালবাস। এমন ভালবাসার আমার দরকার নেই।


কবি বলেছিলেন, ঘুমাতে গেলে তার কথা ভাববে। আমি তোমার কথা ভাবি, তুমি আসনা।এখন মনে হয় আমার সব বৃথা।এমন একটি দিন কেন আসল যেদিন আমার সব বৃথা!  এমন একটি দিন আসতে পারেনা যেদিন আমার সব সার্থক।