(১)
মোহাম্মদ! মোহাম্মদ! মোহাম্মদ!
আলোকিত করিলেন এধরাজগৎ।
দোজাহানে তিনি বড় রহমত
মুক্তি মেলে ধরলে তার দেখানো পথ।
(২)
যখন আঁধারে ডুবিল আরব দুনিয়া
আসলেন তিনি আলোক-শিখা হাতে নিয়া
জ্বালালেন আলো ঐ মক্কার বুকে
হাসি উঠল ফুটে তখন সবার মুখে।
এভাবে নবযুগের করলেন পত্তন
তার পরশে ধন্য হইল ভুবন
মোহাম্মদ! মোহাম্মদ! মোহাম্মদ
আলোকিত করিলেন এ ধরাজগৎ
দোজাহানে তিনি বড় রহমত
মুক্তি মেলে ধরলে তার দেখানো পথ!