(১) মা


মুয়াজ্জিনের আজান শুনলে কি মনে হয়?
মনে হয়, কেউ আমায় ডাকছে।
সে কি?
সে আমার মা।
আজ আমার মা মারা গেছে, আজ আমি কি করব?
মুয়াজ্জিনকে বলব আজান দিতে।
না মুয়াজ্জিন আজ আজান দিবেনা।


(২) রব


মরার পরে মানুষকে কি করা হবে?
প্রশ্ন করা হবে।
সেই প্রশ্ন কি থাকবে?
'তোমার রব কে ছিল? '
আমরা কি রবকে স্মরণ করি? না আমরা রবকে স্মরণ করিনা।
তাহলে- আমাদের প্রত্যেকের উচিত রবকে স্মরণ করা।


(৩) ছলনা ( প্রেমের কবিতা))


ভালবাসার নাম কি?
ছলনা।
তাহলে, সে আমাকে যে ভালবাসা দিয়েছে এ ভালবাসার নাম কি?
এ ভালবাসার নামও ছলনা।
তুমি আমাকে আর এমন কোন ভালবাসা দিয়োনা যে ভালবাসার নাম ছলনা। কারন :


ছলনা হলে আমি মরে যাই ;, আমার গায়ে কাপড় থাকেনা, আমার পরনে লুঙ্গি থাকেনা, আমার চুল উষ্কখুষ্ক হয়ে যায়, আমি কোথায় যেন হারিয়ে যাই।


কেউ যদি আবার কোনদিন আমাকে ভালবাসা' নামে ছলনা দেয় তাহলে আমি আর এ পৃথিবীতেই থাকবনা।চলে যাব অন্য পৃথিবীতে, যেখানে কেউ নাই।