(১) তুমি আমার শেষ কবিতা


তোমাকে হাসতে দেখেছি, গাইতে দেখেছি; কাঁদতে দেখিনি।
একবার কাঁদ দেখি কেমন লাগে।


(২) শুধু তোমার জন্য


আমি যার ছবি আঁকি সে তুমি। তুমি যেন নাটোরের বনলতা সেন। তোমাকে অনেক কথা বলেছি, তুমি শুননি। শুনেছ শুধু ভালবাসা। আমি বলি, সে ভালবাসা ধন্য।


তুমি অনেক গান গেয়েছিলে।সবচেয়ে সুন্দর বনলতার হাড়ি। আমি বলি, এ হাড়ি চির অটুট থাক্।


তুমি যে পথ দিয়ে যাও সে পথে ফুল পড়ে, পাখি উড়ে। আমি বলি, পাখি তুমি ধন্য।


বিশ্বখ্যাত কবি কীটস অনেক কবিতা লিখেছেন। সবচেয়ে সুন্দর 'গোলাপ'।আমি বলি, তুমি গোলাপের চেয়েও সুন্দর ।


দার্শনিক পাবলো নেরুদা অনেক কথা বলেছিলেন। সবচেয়ে বেশি বলেছিলেন, তুমি দীর্ঘজীবী হও।আজ তুমি দীর্ঘজীবী।বলি, নেরুদা তুমি ধন্য।


এই ঢাকার শহর অনেক বড়। এখানে তুমি থাক।ঢাকা বলবে, আমি আমার সুর-বালাকে খুঁজে পেয়েছি।


আকাশ বাতাস বিদীর্ণ করে একদিন এক প্রলয় হবে। সেটি মহা প্রলয়। সেদিন তুমি কোথায় থাকবে?  সেদিন তুমি থাকবে আকাশে।


এই রেঁস্তোরায় অনেক ভাল খাবার পাওয়া যায়। তুমি সবচেয়ে ভাল খাবারটি খাও।


স্টক বাজারে হাজার কোটি টাকা ডাকাতি হয়। তোমাকে দেখলে কেউ ডাকাতি করবেনা।


তুমি ষোল পায়ার একটি চেয়ার বানাও। সেখানে তুমি বস আর ঘুরতে থাক।