(১) চলতে চলতে.....


একদিন তুমি কীটস্ ছিলে কবিতা লিখতে।
একদিন তুমি লংফেলো ছিলে কবিতা লিখতে।
একদিন তুমি সুনীল ছিলে কবিতা লিখতে।


সে কবিতা আমি লিখতে পারিনি।


তুমি আমাকে শিখাও কিভাবে কবিতা লিখতে হয়।


( প্রেমের কবিতা, রূপক কবিতা)


(২) তুমি যে আমার কবিতা


কবে প্রথম প্রথম কবিতাটি লিখেছিলাম তা আজ মনে নেই।
শুধু মনে পড়ে তোমাকে নিয়েই লিখেছিলাম।
তোমাকে নিয়ে লিখেছিলাম বলেই আজ আমি কবি।
তোমাকে নিয়ে যেন হাজার বছর লিখতে পারি।


(৩) ভালবাসা


এতদিনে ভালবাসা আসলো;
যেন আকাশের তারা হাসল।


কোন্ কালে কোন্ কবি লিখেছিলেন, তা আজ নেই।
সে থাকলে বড় ভাল হত।


কবির কবিতা ভাল লাগে, ভাল লাগে গায়কের গান।
সবচেয়ে ভাল লাগে তোমার গান।


এখানে কেউ নেই,  ওখানে কেউ নই; সবখানে তুমি আছ।
তোমাকে সবখানে পাই।


সকালের রোদ্ বিকেলে ওঠে। বলি, এত দেরি কেন?
বলে, তাকে দেখব বলে।


এথেন্সে যাই, অ্যাফ্রোদিতিকে তার গল্প বলব।
সে গল্প শুনে শুনে তিনি বড় হাসি হাসবেন।


ভাল লাগে পৃথিবীর গান, সে সুর ধরি।
বলি, তুমিই সবচেয়ে বেশি সুন্দরী।