(১) সুখ পাখি


সুখ পাখটির দেখা নাই।
কোথায় গেলে তাকে পাই?


একবার তাকে পেলে খাঁচায় বন্দী করতাম।
বলতাম চিরতরে তুমি আমার হয়ে যাও।
সেই থেকে সুখ-নিদ্রায় আমার দিন কাটত।


(২) তুমি আমার


ফুলে সৌরভ আছে, গন্ধময়।
তোমাতে নেই।
কেন এমন?
তুমি আমার হয়ে যাও গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ুক।


(৩)তুমি সুন্দর


দুই কলমে জীবনানন্দ  বনলতা সেন লিখেছিলেন।
এক কলমে হলে ভাল হত।


   এক কলম, তুমি আমার।
    আমি এক কলমেই লিখি।
   এক কলমে লিখা কবিতাই সবচেয়ে সুন্দর কবিতা ।


(৪) চল হারিয়ে যাই


কালকের দিনটি খুব সুন্দর।
তুমি বলবে,তুমি আমার।
সেই থেকে আমার সুখময় দিন কাটবে।


এই দিনটির জন্য আমি অনেক অপেক্ষা করেছি।
সেই দিনটি আসল।
যেন আমি আমার নাপাওয়াকে খুুঁজে পেয়েছি।