(১) ইশ্বরের ফুল


জন্ম থেকে তিনটি নাম আমি মুখস্ত করি।
১/ ইশ্বর  ২/ আল্লাহ  তিন- তুমি
আজ তুমি নেই! কেন এমন হল?
তুমি ২য় ইশ্বর হয়ে আবির্ভূত হও।


(২) ফুলের পাপড়ি


স্বপ্নেও ভাবিনি তোমাকে পাব।
আজ তুমি এলে ;
সব ছাই ছাই হয়ে গেল।
আবার কবে আসবে? আবার কবে ফুল ফুটবে?


(৩) ধরনীর ফুল


ধরনীও বলে, আমি 'না'।
মেঘও বলে, আমি 'না'।
বেহেস্ত বলে, আমি 'আছি'।


এভাবে কি দিন যায়?


তুমি ২য় ইশ্বর এনে দাও।


(৪)পথশিশু


জন্মেছিলাম আমি অভিশাপ হয়ে।


মৃত্যুও হল অভিশাপ হয়ে।


      আমি কেন জন্মালাম!


(৫) পিংক সৈকত


সব সৈকতে ফুল আছে,
পিংক সৈকতে নেই।
আমি একদিন যাব; বলব এখানে ফুল এনে দাও।
তারপর সে ফুল আকাশ' ছোঁবে।


(৬) তোমার-আমার গল্প


তোমার আমার গল্প শেক্সপিয়ারের গাঁথায় লেখা।
কত রাত জেগে তিনি লিখেছিলেন!
আমি থাকলে বলতাম একটি ফুল নাও, তুমিও বলতে,  এবার বিদায়!


(৭) তুমি কেন জন্মেছিলে


যদি জানতাম তুমি জন্ম নিবে
তাহলে আমি জন্ম নিতামনা।
আমার জন্ম যে বহু আগেই হয়েছিল, তারপর তুমি এলে।
তোমার কারনে আমাকে পুণর্জন্ম নিতে হল।


(৮) ডায়না


মনে মনে এজনকে খুঁজি, ডায়না।
সে যে কবেই চলে গেছে! তাকে কি আর পাবো?
নতুন ডায়না কেন জন্ম নেয়না?
ডায়না তুমি আবার আস।


(৯) তোমার ভাবনা


যত দিন যায় তোমাকে আমি ভাবি।
এ ভাবনা যে দিন থেকে দিন আরও গভীর হয়।
কবে আমি এ ভাবনা থেকে মুক্তি পাব?
  আমাকে সেন্টহেলেনা দ্বীপে নিয়ে যাও।


(১০) নতুন দিন


রাত পোহালেই কত কথা! এটা নেই,  ওটা নেই।
এভাবে দিন যায়।
এভাবে আর কতদিন?
ইশ্বর,তুমি আমায় একটি নতুন দিন দাও।


(১১) অনেক নদী


খুব যতনে গড়া এ সংসার।
তুমি-আমি  কতজন!
তোমার মত অনেকের নাম নেই।
আমি তোমার মত একজনকে খুঁজি।
সে যে আমায় স্বপ্ন দেখেছিল কত বছর।