(১)
তুই বিহনে দিন কাটেনা কেমনে রই একা
বুকের মাঝে সব লাগে ফাঁকা ফাঁকা।
যেথায় আছিস যথায়  আছিস আমায় দে দে খা
তানাহলে এ জগতে যাবেনা থাকা।
(২)
বিছানাতে গেলে আমার আসেনাতো ঘুম
তুই এসে এই রোগ কর উপশম।
তুই ছাড়া সব লাগে কেমন কেমন
তুই এসে এর একটা কর রকম।
তুই বিহনে দিন কাটেনা কেমনে রই একা
বুকের মাঝে সব লাগে ফাঁকা ফাঁকা।
যেথায় আছিস যথায় আছিস আমায় দে দেখা
তানাহলে এ জগতে যাবেনা থাকা।


(৩)
ঘরে থাকি বাইরে থাকি মন যন্ত্রণায় ভর্
তুই এসে এই আগুন কর্ পানি কর্।
তুই ছাড়া করে (যেন) আমায় ভূতে আসর্
তুই এসে এই অবস্থা কর্ দূর কর্।
তুই বিহনে দিন কাটেনা কেমনে রই একা
বুকের মাঝে সব লাগে ফাঁকা ফাঁকা।
যেথায় আছিস যথায় আছিস আমায় দে দেখা
তানাহলে  এ জগতে যাবেনা থাকা।