কালও ভীষণ গরম ছিল আজও ভীষণ গরম
এ গরমে কোথায় যাব লাগে বড় শরম।
গরম তুমি বলে দাও এ কেমন তোমার বাস
তোমার কথা পড়লে মনে উঠে দীর্ঘশ্বাস
যেথায় আমি যাই ওগো সেথায় কিছু নাই
শুধু তোমার ছল ছলানি চোখে  দেখতে পাই
এভাবে কি দিন যাবে বলতে কি তুমি পার?
তোমার কথা পড়লে মনে আসে ঝড় আরো।
সবকিছুরই শেষ আছে তোমার শেষ নাই।
তুমি কেন এমন হলে বলবে কি মোর ভাই?
তুমি যেগো পাষাণ, নিঠুর, নির্দয় মিয়া ভাই।
যেই ভাইয়ের ভাই আছে, নাইরে  কোন ঠাঁই।


আকাশ বড় গুমগুম করে হবে বুঝি বৃষ্টি
সেই বৃষ্টিতে হারাবে কি  তুমি তোমার দৃষ্টি?
তুমি যদি দৃষ্টি হারাও দেব আমি  লাফ
এক লাফেই চলে যাব উড়ন, তীরন্দাজ।


তোমার কোন নাম ছিলনা নাম দিয়েছি আমি
সেই নাম নিয়ে দিনরাত্রি ভাব শুধু তুমি।
আমি বলি এত ভেবে কি আর হবে বল
তার চেয়ে ভাল তুমি আমার সঙ্গে যাবে  চল।