(১)
বুকের মাঝে তোমার ছবি আঁকব
এভাবেই তোমাকে আপন করে পাব
আমার আর রবেনা কোন চাওয়া
সব চাওয়া মোর হবে পাওয়া।


জানি তুমি অনেক দূরের আকাশের শশী
তাতে কি তুমিতো মোর মন নিবাসী
হেথায় পেয়েছি তোমায় আপন করে
তাই মোর নাই দুঃখ ভবের পরে।
বুকের মাঝে তোমার ছবি আঁকব
এভাবেই তোমাকে আপন করে পাব।
আমার আর রবেনা কোন চাওয়া
সব চাওয়া মোর হবে পাওয়া।


বুকের মাঝে যদি জাগে কভু গান
শুনব সেই গান পেতে দুই কান
জীবন হবে আনন্দসাম্পান
থাকবেনা কোন দুঃখের কাহান।
বুকের মাঝে তোমার ছবি আঁকব
এভাবেই তোমাকে আপন করে পাব
আমার আর রবেনা কোন চাওয়া
সব চাওয়া মোর হবে পাাওয়া।
(  বিশেষ দ্রষ্টব্যঃ এখানে কাহান শব্দটি হিন্দী কাহানীশব্দ থেকে নেওয়া হয়েছে,যার অর্থ কাহিনী।)