কখনো ভাবি নি এভাবে দেখতে হবে
নির্বাক পাতা ঝরার দিন
দু’পাশের ধান ক্ষেতে দোল খাবে না অবুঝ প্রজাপতি,
পাহাড়ী ঝরনারা থেমে যাবে হঠাত পথ চলতে চলতে
উঁচু মগডাল থেকে আর উঁকি মারবে না
হলুদ বেনে বউ।
কখনো ভাবি নি ধূলি ঝড়ে তছনছ হবে
আমার সাজান বাগান
সারিবদ্ধ বাবলা গাছ হাতছানি দিয়ে ডাকবে না নিভৃতে
জোড়া শালিকের দল হাত ধরে হাঁটবে না
জন মানব শূণ্য মসৃন রাস্তা জুড়ে,
মেঘ সাদা কাশফুলেরা উচ্ছ্বাসে দুলবে না আমায় দেখে।
কখনো ভাবি নি জীবন চলার পথে
একাকীত্বের অন্ধকারে তলিয়ে যাবো আমি
বেদনার ঘুণ পোকারা কুরে কুরে খাবে
আমার উদ্দিপ্ত আনন্দ রাশি,
জীবন নদের ঢেউ গুলো আছড়ে পড়বে না
কোন বেলাভূমিতে জলকেলি করার আশায়।
কখনো ভাবি নি জীবন সীমানায় দাঁড়িয়ে
শূণ্যতায় হাবুডুবু আমি হাঁশফাঁশ
আর নিরুত্তাপ চোখে তুমি দরজার ওপাশে।