এমন করে কেন চলে গেলে আজ
পারলে এভাবে আমার পূজার ফুল
পায়ে দলে চলে যেতে?
এতটুকু কাঁপল না তোমার মনন বাঁশি
এতটুকু জাগল না তোমার কম্পিত বিবেক
আমার ভালোবাসার ব্রক্ষলতা কি কখনো
ছুঁতে পারে নি তোমার পুষ্পিত হৃতপিণ্ডের কর্ণধার
বাসা বাঁধতে পারে নি তোমার নরম গৃহকোণে।
তবে কেন চলে গেলে আজ অমন করে-
চোখের পাপড়ি গুলো যেন থমকে গেল,
কাঁদতে ভুলে গেল কাজলা দীঘি আঁখি।
শরীরের সমস্ত অর্গান গুলো কার্যকলাপ বন্ধ করে
স্ট্রাইক শুরু করে দিল।
গাছের পাতারা অপলক চেয়ে থাকল নির্বাক চোখে
পানকৌড়ি মেঘ গুলো ছুটতে পর্যন্ত ভুলে গেল
আর তুমি চলে গেলে নির্বিঘ্ন চিত্তে
আমার সকল ভালোবাসাকে পায়ে দলে
নিরুদ্দেশের পথে।