আকাশে মেঘের খেলা
রংধনুদের মেলা
রাতজাগা পাখি ঐ উড়ে যায়,
ছোট ছোট তারা জ্বলে
প্রেমের তাজমহলে
ভাবনার উর্মিমালা সাগরে মিলায়।


অবাধ রক্ত জবা
ছড়ায় আলোক বিভা
সামনে যা পায় রগ চটকায়,
রাশি রাশি ভাল কাজ
মিছে মায়ার সাজ
মনুষত্বের ঘাড় বুঝি মটকায়।


দু’কূল ছাপিয়ে নদী
বয়ে চলে নিরবধি
পিছন ফিরে কভূ নাহি চায়,
রাতের পরে ভোর
বাড়ায় মনের জোর
আকাশটা বুঝি ঐ ছোঁয়া যায়।