আবু বকর একজন মাস্টার (ছিলেন)
জানালায় মুখ রেখে মাথা গোনেন ছাত্রের
জীবন যাত্রার প্রথম পদক্ষেপে
কতগুলো নীতিবাক্য আউড়ে
ছাত্র পড়ান জীবনের তাগিদে।
শরীরের ঘাম ঝরিয়ে
শ্রম দেন অমানুষিক।
কিছু ছেলে মানুষ হয়,
হাতে আসে কিছু পয়সাও।
ক্লাসের পড়া না হলে
রসিকতা করে বলতেন-
‘রূপ যদি না থাকে সখি
কাজল দিয়ে কি হবে’।
এমনতরো ঘটনা প্রবাহে
এগিয়ে যায় পৃথিবী,
স্বপ্ন দেখেন আবু বকর।
তিল তিল করে গড়ে তোলেন
নাম না জানা গন্ডগ্রামে
শিক্ষার আলো প্রজ্জ্বলনের বিদ্যাপিঠ,
হয়ে উঠেন মানুষ গড়ার কারিগর।
স্বপ্ন দেখতে দেখতে
হয়ে উঠেন একজন স্বাপ্নিক মানুষ।
এক সময়-
স্বপ্ন পূরণের কষ্ট বুকে চেপে
কি এক অজানা অভিমানে
ধীরে ধীরে এগিয়ে যান
স্বপ্নীল ঐ না ফেরার দেশে।