আয় না আমার প্রাণের সখা
ঘাস ফড়িঙ্গের রঙ মাখি
কাজলা কালো দীঘির জলে
ঝিনুক বুকে লুকিয়ে রাখি।


শন শন শন বায়ু বহে
হিজল তমাল দেয় দোলা
আয় না সখা রঙ্গিন পাখা
কর না মদির ভুল ভুলা।


রাতের তারা দেয় পাহারা
ঝালর দোলায় ঝকমকে
বুনো হাঁসের পাখনা গজায়
শালিক-চড়াই মুখ ঢাকে।


আতস বাজি ফুটছে আজি
মেঘ মল্লার ছুটছে দূর
আনন্দেরই রকম ভারী
মন চলে যায় অচিন পুর।