রসে ভরা জীবন নদে
ঢেউ উঠে অবিরাম
দু’কূল প্লাবিত হয়
দৃষ্টিতে ধরে ক্ষয়
আকূল হয়ে কাঁদে
পিঞ্জিরার ঘন শ্যাম।


জীবন যেখানে যেমন
হলুদ সবুজ নীল
কালচে কাঁচের ছোপ
সযতনে মারে টোপ
লুকিয়ে আড়াল করে
গোপনে লাগায় খিল।