নিবিড় আবেশে ভেজা অন্তর
অনাবিল সুখ বাতাসে দোলে,
বাসন্তি হাওয়া কাঁকনে জড়িয়ে
ব্যকুল দৃষ্টি মেঘের কোলে।


কেবল হাসি মিথ্যে সুখে
কষ্টে ফাটে আশার ভিত,
একটু খানি পাওয়ার তরে
পরম ত্যাগে হই নিহিত।


যতই ত্যাগি যতই হাসি
কষ্ট কভূ হয় না দূর,
হাত বাড়িয়ে সুখকে খুঁজি
সুখ পাখিটি হয় সুদূর।