বলেছিলে দেখা হবে- কোন এক অমলিন বৈশাখে,
তপ্ত রোদের ঝলকহীন উচ্ছসিত পড়ন্ত বিকেলে।
সেই থেকে গুনছি প্রহর অপেক্ষায়-
যখন অনাঘ্রাত কিশোরীর স্বপ্ন আঁকা রাঙ্গা চোখে
অবিরাম ভেসে বেড়ায় প্রতীক্ষার রংধনু,
যখন প্রিয়তম বাবার হাত থেকে
ছুটে যাওয়া দূরন্ত শিশুটি
হাওয়াই মিঠাই আর চকলেটের বায়না শেষে
ধরবে রঙ্গিন বেলুন ওড়ানোর বায়না।
যখন অনাগত ভবিষ্যতের স্বপ্নে বিভোর
দু’জন মানুষের বাকহীন নিষ্পলক চেয়ে থাকা
অনেক না বলা কথার জন্ম দিয়ে যায়।
সেই উদ্দাম বৈশাখের কনে দেখা আলোয়
আবার দেখা হবে আমাদের।
গোধূলী লগ্ন পেরিয়ে
ক্ষয়িষ্ণু চাঁদের আলতো ছোঁয়ায়
আবার হেঁটে বেড়াবো আমরা
কোন এক পহেলা বৈশাখে।