গতকালই আমি আমার একটা লেখায় কবি হওয়ার নানা বিড়ম্বনার কথা বলেছিলাম।কবি হলে যে শুধু উপহাসের পাত্রই হতে হতে হয়। তাই নয়, বরং অনেকেই ভাবে এর বুঝি মাথার তার ছেঁড়া।
কিন্তু তারপরও বলব, এত বিড়ম্বনার পরেও আমার কবি হতে ইচ্ছে করে। যখন দেখি একজন সাধারণ মানুষ অন্যের দুঃখ - দুর্দশা শুধু চোখ দিয়ে দেখে যায়, মুখে কিছু বলতে পারে না, তার সমস্ত বাকশক্তি হারিয়ে যায়।
সেই ক্ষেত্রে একজন কবি শুধু চোখ দিয়ে দেখেই ক্ষান্ত হয় না, সে সেটা মন দিয়ে অনুভব করে কবিতার ভাষায় প্রকাশ করে বুঝিয়ে দেয়, তখন আমার খুব কবি হতে ইচ্ছে করে। তখন নিজেকে অন্যদের চেয়ে আলাদা ভেবে বেশ গর্ব বোধ হয়।
সমাজের মানুষের যে কোন কঠিন সমস্যাও কবিরা খুব সহজেই তাদের কলমের ডগায় ফুটিয়ে তুলতে পারে।
যা অন্য অনেকেই পারে না, তা কবিরা পারে খুব সহজেই। আর এজন্য আমার কবি হতে খুব ইচ্ছে করে। ইচ্ছে করে কবিতার মাঝে বিলীন হয়ে যেতে।