শিরোনাম দেখে অনেকে হয়তো ভাববেন সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা এটা এখানে কেন? নানা প্রশ্ন ইতিমধ্যে অনেকের মনের মধ্যে আকুলি- বিকুলি করছে। ঠিকই ধরেছেন তারা। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা-'কেউ কথা  রাখেনি'  আমার এতটাই প্রিয় যে কথায় কথায় কবিতার লাইন গুলো মনের মধ্যে আউড়াতে থাকি। সুযোগ পেলে আবৃত্তি করি।
একবার কি হলো-
কোর্টে সবে নতুন জয়েন করেছি। আমাদের নবীন বরণ অনুষ্ঠান হবে। মনের মধ্যে অনেক আগ্রহ নিয়ে, অনেক উচ্ছ্বাস নিয়ে গিয়েছি অনুষ্ঠানে। নতুন জায়গা, নতুন পরিবেশ - নিজেকে অন্য রকম লাগছিল। নানা রকম বক্তৃতা-আলোচনা শেষে নবীনদের প্রতিভা জাগ্রত করার বিষয়টি এলো। কে কি পারে বা করতে চায়। আমাদের মধ্যে অনেকেই ভাল গান গাইতে পারতো, কবিতাও আবৃত্তি করতে পারতো। বন্ধুরা এরই মধ্যে আমার নামটিও দিয়ে দিয়েছে। বেশ একটু ঘাবড়েও গিয়েছিলাম নতুন জায়গা বলে। একে তো নতুন জায়গা, তার উপরে নেই প্রস্তুতি। কি করি- কি করি, মনে আসল বিখ্যাত কবিতা কেউ কথা রাখে নি। আবৃত্তি শেষ হল। হাত তালিও পেলাম। কিন্তু এখনও যারা ঐ অনুষ্ঠানে সেদিন ছিল তাদের কারো সঙ্গে দেখা হলে প্রশ্নবিদ্ধ হতে হয় -কথা কি রেখেছে?