নারী নয় কো আজ
লম্বা কাপড়ে মোড়া
জ্বলজ্বলে এক মূর্তি,
নারী নয় কো আজ
শুধুই রান্না ঘরের
আসবাব পত্রের সাথে রাখা
জীবন্ত ধবল আসবাব,
নারী নয় কো আজ
শুধুই ড্রইং রূমের মাঝে
সজ্জিত ফুলদানীর
শোভা বর্ধন কারী
সুগন্ধি ভোরের ফুল।
নারীরাও মানুষ,
তারাও পারে-
অধিকার আদায়ে
বজ্র কণ্ঠে কথা বলতে
জগতের সাথে তাল মিলিয়ে
সুনিপুন পদে পথ চলতে।
কর্ম ও মেধায়
যোগ্যতা বিচারে
বিশ্ব দরবারে তুলে
ধরতে পারে নিজের অস্তিত্ব।
নারী শুধু নারী নয়
নারী এক স্বত্ব।