আমার ছোট খাট অযাচিত
অ্নেক আবদার তুমি মেনে নিতে নির্বাক চিত্তে
সময় স্বল্পতায় ঘূণাক্ষরেও
কখনো মুখ কালো করতে না।
মেঘলা আকাশ কিংবা কাঠফাটা রোদ্দুর
বর্ষার জল কিংবা উদাসী দুপুর
নির্জন রাজপথ কিংবা ঘুঘু ডাকা ভোর
যখন যেখানে মন চায়
নির্বিঘ্নে আপন মনে সঙ্গে নিয়ে যেতে আমায়।
পিচ ওঠা রাস্তার প্রতিটি কোণ আমার চেনা
মোড়ের কোণের চায়ের দোকান গুলো
আজও আমায় ডাক দিয়ে যায় স্বপ্নের ঘোরে।
ঘুটঘুটে অন্ধকারে চাঁদনী রাত দেখার যে বায়না
তা আজও ভোলার নয়।
পূজোর বাজনার তালে উচাটন মন যখন
শরতের কাশবন পেরিয়ে হয়ে ওঠে উন্মন
তখনও তুমি মুখ ফিরিয়ে নাও নি আমার
অযাচিত চাওয়া থেকে।
সিক্ত করেছো হৃদ্ধ করেছো আমায়।
তাই আজও অবুঝ মন শুধু
তোমাকেই খুঁজে ফেরে।