আজ ঐতিহাসিক ৮ই মার্চ
আন্তর্জাতিক নারী দিবস
আড়মোড়া ভেঙ্গে অন্ধকারের গর্ভ থেকে
বেরিয়ে এলো একটি ঝকঝকে সকাল
হাসিতে উজ্জ্বল মুখগুলো যেনো
আত্মবিশ্বাসের জিয়ন কাঠি।
সুসজ্জিত মঞ্চ সাজানো হল যত্ন সহকারে
বাতাসে ফুলের মৌ মৌ গন্ধ
শ্লোগানে-মিছিলে এক হল সকল হাত
কন্ঠ আর কণ্ঠস্বরের হুঙ্কারে অধিকার আদায়ের দৃঢ়তা
কথা নয় যেন এক একটি আগুনের ফুলকি,
মুহূর্মুহূ হাততালিতে উদ্বেলিত চারিদিক
যা চাও এখনই সব দেওয়া হবে
কোন বাঁধা-বিঘ্ন ছাড়া।
ধারাল বক্তব্যে মঞ্চ গরম
কে দেয় বক্তব্য?---পুরুষ
কার জন্য এ চাওয়া?---নারীর
কি চায় এখানে?----অধিকার।
এটা চাওয়ার কি হল
এটা তো আছেই, শুধু আদায়ের অপেক্ষা।
বক্তব্য শেষে কর্মক্ষেত্রে উচ্ছ্বসিত নারী
যখন বেতন তুলতে যায়-
চুপসে যাওয়া বেলুনের মত
নিভে যায় তার সর্বজয়ী হাসি।
মুখ মলিন করে তাকে কম টাকার খামটা তুলে আনতে হয়।
আর বলতে হয়-এটাই বৈষম্য।