সন্মুখে এগোতে চায় অদূর ভবিষ্যত
পেছন থেকে সুকৌশলে তারে টেনে ধরে
শৃংখল বাঁধা বিদীর্ণ অতীত
ভাঙ্গা কুটিরের অন্ধকারের ভেতর থেকে
অতি সন্তর্পনে উঁকি মারে
অলক্ষ্যে ক্ষয়ে যাওয়া আধখানা চাঁদের মোহন মায়া।
কিছুতে তারে পারি না সরাতে
শ্যাওলার মতো যতই গুছিয়ে সরাতে যাই তারে
সে যেন আরো গভীর ভাবে আঁকড়ে ধরে
বিবেকের তাড়নায় আষ্টে-পৃষ্ঠে বাঁধা
ফেলে আসা অসমাপ্ত সুতো লাটাই।
স্থির হয় পদ যুগল,
কান হয় ভারী,
চোখের দৃষ্টি ক্রমশঃ ঝাপসা হয়ে আসে,
কে তুমি সামনে এসে দাঁড়াও ভাই?
আমি এগোতে চাই,
দূর্বিসহ অন্ধকারকে কাটিয়ে আমি এগোতে চাই,
উদিয়মান সোনালী দিন আমাকে ডাকে
সোনা রঙ সূর্য্যকে দেখব বলে বাড়িয়ে দেই পা
অবাক বিস্ময়ে পশ্চাতে পায়ে বেঁধে
যন্ত্রণাদায়ক অতীত চোর কাঁটা।