বলতে ইচ্ছে করে অনেক কিছুই-
কচুরী পানার মত ভেসে আসা
একরাশ মেঘগুচ্ছ অকস্মাত
গতিপথ আটকে রোধ করে কন্ঠ
বলতে পারি না কিছুই।
মিছে ভয়ে মিছে লাজে
অজানা আশঙ্কায় বিব্রত বোধ করি ক্ষাণিক।
ঝকঝকে নীল পরিস্কার আকাশে
জ্বলজ্বলে তারার মত
আমার ভেতরে সন্তর্পণে লুকিয়ে থাকা
প্রদীপ্ত কথার ফুলকি মালা,
নিরুত্তাপ দৃষ্টিতে নির্নিমেখ চেয়ে থাকে
মুখ ফুটে বেরিয়ে আসার অপেক্ষায়।
ভেতরে ভেতরে শুরু হয় সীমাহীন তোলপাড়
হয়তো এভাবে একদিন
বিক্ষুব্ধ কথার উত্তপ্ত উর্মিমালা
না বলা কথার দাবীতে
বিক্ষোভে ফেটে পড়বে
সৃষ্টি করবে কোন এক প্রলয়ঙ্কারী সুনামি
তৈরী হবে সৃষ্টি সেরা ইতিহাস ।