সেই আশাতেই বাঁচি
একদিন ঠিক আসবে ফিরে
আমার এই খরা জরা জীর্ণ ভিটে মাটিতে
নোনা জলে বিছানো রাস্তায়
পুষ্টি ভরা মমতার সুগভীর টানে।
ভোরের নরম আলোয়
কিংবা পাতা ঝরা শীতের সকালে,
মুষল ধারে বর্ষা শেষে
শ্যাওলা ধরা মাটির সোঁদা গন্ধে,
উচ্ছ্বসিত বিজয়ের নবারুন হুঙ্কারে
ভালবাসার পুষ্প বৃষ্টি ছড়াতে ছড়াতে
বিশ্বাসের আলোক দ্যুতি অঙ্গে জড়িয়ে,
দূর্গম নিদ্রাহীন জৌলুস ডিঙ্গিয়ে
একদিন দেখো
এই তুমি ঠিক ফিরে আসবে
আমার এই সাদাসিদে আটপৌর জীবনে
ধবল সাদা বক হয়ে।
অপলক পায়রার হাসিমুখ নিয়ে
কোন এক গোধূলী সন্ধ্যায়
একদিন ঠিক তুমি
প্রজাপতির রঙ ছড়াবে।