কত কি যে জানার ছিল
আধখানা চাঁদ,
ঝলমলে রাত
নিঃসাড় চিলেকোঠা;
সিঁড়ির বাঁকে সংগোপনে জেগে উঠা
নবারুণ কচি ঘাস
কেমন অবাক চোখে চেয়ে থাকে উর্ধ্বাকাশে,
দিগন্তের খোলা মাঠে
বাতাসে শ্বাস টেনে
অবিরাম ছুটে চলা দুরন্ত বালকের নিষ্পলক নির্বাক দৃষ্টি
কি খোঁজে সারাক্ষণ অমন করে?
জানা হল না কিছুই।


জানা হল না তোমার সম্পুর্ণ অবয়ব
ত্রিকোণ সীমানা,
চোখের জলে গড়ে উঠা কিংবদন্তি তাজমহল
না পাওয়ার দীর্ঘশ্বাস,
খোলা ছাদের মন মাতানো স্নিগ্ধ সুবাস
আর ভালবাসার প্রাচীর ঘেরা অসম্পূর্ণ মানচিত্র।