আমরা কবিরা রাজনীতি বুঝি না। কবিরা নিজের খেয়ে আলস্য ভরা মস্তিষকে কবিতা লিখতে জানে। রাজনীতি জানে না ,বোঝেও না। রাজনীতি হল রাজার নীতি।এটা অনেক বড় বড় মাথার কাজ। যে মাথা পরিশ্রম করতে জানে। যে মাথা অনেক কুট চাল চালতে জানে। দেশকে বিভাজন করতে জানে।
কবিরা দেশকে বিভাজন করতে জানে না। দেশকে ভালবাসতে জানে। দেশের মানুষকে ভালবাসতে জানে। হয়তো কারো দুঃখ- দূর্দশা দেখে বড়জোড় দু' একটা কবিতায় হালকা প্রতিবাদ করতে জানে। কিন্তু রাজনীতির মত এত বড় কাজ তারা করতে জানে না। রাজনীতির লোকেরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে কোন কঠিন কাজ করে ফেলতে পারে।এমন কি অন্যের জীবন নাশও। কিন্তু কবিরা ভালবাসার জন্য নিজেকে অকৃপণ ভাবে বিলিয়ে দিতে পারে। নিজের সর্বস্ব দিয়ে অন্যকে সুখি করার চেষ্টা করে। যা রাজনীতির লোকেরা করতে পারে না। যদি পারত তাহলে সমাজের বর্তমান চিত্র অন্যরকম হত।