আজ ৭ অক্টোবর। গতকাল ছিল মুসলমানদের ত্যাগ ও মহিমার এক উজ্জ্বল তম দিন পবিত্র ঈদুল আযহা। সারাদিন ঈদ আনন্দ এবং কর্ম ব্যস্ততায় কাটিয়ে আজ যখন কবিতার আসরে বসলাম তখন আমার চমকাবার পালা। কত কি বদলে গেছে এ ক'দিনে। নিজের ব্যস্ততা এবং ঈদের পূর্ব প্রস্তুতিতে বেশ কিছুদিন কবিতার আসরে বসতে পারিনি আমি। নিজেকে খানিকটা অকর্মন্য মনে হয়েছে অনিয়মিত হওয়ার কারণে। কিছুটা দুঃখবোধও কাজ করেছে কবিতা না লেখার জন্য।
আজই আমার চোখে পড়ল শিমুল শুভ্র-এর আজ আসরে ২০০ তম কবিতায় আমি লেখা। অবাক হয়ে গেলাম। বিরামহীন ভাবে একটা মানুষ কিভাবে এতটা নিয়মিত হতে পারে। এতটা ছক কেটে চলা সত্যিই খুব কঠিন কাজ। যা আমার অজানা ছিল তাই আজ জানা হয়ে গেল। শিমুলকে ধন্যবাদ এবং অভিনন্দন। অভিনন্দন তাকেও যার অনুপ্রেরণা এবং সহযোগিতায় সে এতদূর আসতে পেরেছে।
অভিনন্দন তাদের যারা এই আসরের নিয়মিত কবি এবং আলোচক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।