আমাদের সমাজে কবিতাকে অনেকেই অলসতার  পূর্ণ ক্ষেত্র আর ভাবের ভণ্ডামি ভেবে থাকে। আর কবিকে ভাবে অলস মস্তিষকের একজন মানুষ। কিন্তু আমরা কবিরাও যে সমাজের অনেক উপকার করে থাকি,সমাজকে দূষণ মুক্ত করতে পারি সেটা অনেকে ভাবে না। কবি বললেই এমন বিদ্রূপের হাসি হাসে তখন নিজেকে কবি বলতে লজ্জা হয়।
যারা বোঝে তাদের কথা ভিন্ন। তারা খুব দরদ ভরা কণ্ঠে এবং কিছুটা সম্মান দেখিয়ে কবিকে সম্মান জনক সম্বোধন করে।সেই সম্বোধন একজন কবির কাছে খুবই আনন্দের।
কিন্তু সমস্যা সেই সব বৈষয়িক ব্যক্তিদের নিয়ে, যারা সমাজের উঁচু তলায় উঠার সিঁড়ি খুঁজতে গিয়ে কবিতাকে যা তা ভাবে আর কবিকে ভাবে পাগল। যখন পথ চলতে গিয়ে কেউ ঠাট্রার ছলে কবি বলে বিশ্বাস করুন আর নাই করুন তখন খুব লজ্জা হয়।