কবি ও কবিতা একে অপরের সম্পুরক শব্দ। কবিতা না হলে যেমন কবি হওয়া যায় না, তেমনি কবি ছাড়া কবিতার সৃষ্টি হয় না। আর যে কোন সৃষ্টিরই কষ্ট এবং সুখানুভূতি আছে। তাই একটি সুন্দর, হৃদয়গ্রাহী কবিতা একজন পাঠককে যেমন আনন্দ দেয়, তেমনি কবিকেও করে আন্দোলিত। সৃষ্টির অপার আনন্দ সত্যিকারের সুখানুভূতি এনে দেয় কবির মনে। কবি আরও বেশি সৃষ্টির আনন্দে মেতে ওঠে। মনের আনন্দে কবি গেয়ে ওঠে-
আজ সৃষ্টি সুখের উল্লাসে
মোর মুখ হাসে,
মোর চোখ হাসে,
মোর টগবগিয়ে খুন হাসে,
আজ সৃষ্টি সুখের উল্লাসে।।