মেয়ে তোমার নাম কি কবিতা?
হাসি তোমার যেন এক ছন্দিত গীতা।
চোখে তোমার নীল আকাশের ঝলক,
কেশের কালো রঙ যেন রাতের মলক।

হাসি তোমার যেন ফুলে ফুলে ফুটে,
মুখের রঙ যেন আঁকা আঁকা ছবির ছুঁটে।
হাসি তোমার যেন পাখির কলরব,
চোখের নীল রঙ যেন নদীর জলধর।

মেয়ে তোমার নাম কি কবিতা?
হাসি তোমার যেন এক ছন্দিত গীতা।
হাসি তোমার যেন ফুলে ফুলে ফুটে,
মুখের রঙ যেন আঁকা আঁকা ছবির ছুঁটে।

মেয়ে তোমার নাম কি কবিতা? - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য